Header Ads


  • বিদায় নিল পুরনো বছরের র্সূয - প্রানহীন উৎসবের মধ্য দিয়ে নতুন বৎসর শুরু হল



    নিজস্ব সংবাদ দাতা: পয়লা বৈশাখ বা পহেলা বৈশাখ (বাংলা পঞ্জিকা প্রথম মাস বৈশাখের ১ তারিখ) বঙ্গাব্দরে প্রথম দিন, তথা বাংলা নববর্ষ। দিনটি সকল বাঙালী জাতির ঐতিহ্যবাহী বর্ষবরনের দিন। দিনটি বাংলাদেশে এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবে অংশ নিয়ে থাকে। সে হিসেবে এটি বাঙালিদের একটি সার্বজনীন লোকউৎসব হিসেবে বিবেচিত।
    গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বাংলাদেশের প্রতি বছর ১৪ই এপ্রিল এই উৎসব পালিত হয়। বাংলা একাডমেী র্কতৃক নির্ধারিত আধুনিক বাংলা পঞ্জিকা অনুসারে এই দিনটি নিদিষ্ট করা হয়ছে। পশ্চিমবঙ্গের চান্দ্রসৌর বাংলা পঞ্জিকা অনুসারে ১৫ই এপ্রিল পহেলা বৈশাখ পালিত হয়। এছাড়াও দিনটি বাংলাদেশে সরকারি ছুটির দিন হিসেবে গৃহীত। বিভিন্ন পর্যায়ে ব্যবসায়ীরা দিনটি নতুন ভাবে ব্যবসা শুরু করার উপলক্ষ হিসেবে বরণ করে নেয়।
    এই উৎসব শোভাযাত্রা, মেলা, পান্তাভাত খাওয়া, হালখাতা খোলা ইত্যাদি বিভিন্ন র্কমকান্ডের মধ্য দিয়ে উদযাপন করা হয়। নবর্বষের সময় বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। ২০১৬ সাল, ইউনোস্ক ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই উৎসব শোভাযাত্রাকে "মানবতার অমূল্য সাংস্কৃতকি ঐতিহ্য" হিসেবে ঘোষণা করে। বাংলা নতুন বছর ১৪২৭ সাল শুরু হয়ছেে ১৪ এপ্রিল ২০২০ ইংরেজি তারিখ। ১৯৬১ সালে যাত্রা শুরু করা ছায়ানট ১৯৬৭ সাল থেকে প্রতি বৎসর রমনার বটমূলে পহেলা বৈশাখের ভোরে বাংলা নবর্বষকে স্বাগত জানিয়ে আসছে। এর আগে মাত্র একবার মুক্তিযুদ্ধকালে অনুষ্ঠানটি হয়নি। এবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। বর্তমানে মহামারিতে বিশ্বজেুড়ে অগণ্য মানুষরে জীবনাবসান ও জীবনশঙ্কার ক্রান্তিলগ্নে ঢাকাসহ সমগ্র বাংলাদেশে এবার কোন বৈশাখের অনুষ্ঠান হয়নি। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে কোথাও কোনো আয়োজন রাখা হয়নি এবারের পয়লা বৈশাখের।

    বিদায় নিল পুরনো বছরের র্সূয। আসবে নতুন সকাল, নতুন দিন, নতুন স্বপ্ন, নতুন আসা। আর নতুন হোক আজকের ভালবাসা। "শুভ নবর্বষ। নতুন বছরের নতুন দিন, অল্প কিচ্ছু শুভেচ্ছা নিন। দুঃখ গুলো ঝড়ে ফেলুন, নতুন কিছু স্বপ্ন গড়ুন। নতুন বছর নতুন আশা, রইলো কিছু ভালোবাসা। ভাইরাস থেকে নিজেকে রক্ষার জন্য নিরাপদে থাকুন। সকল পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের বাংলা নববর্ষে র শুভেচ্ছা। নতুন বছর আমাদের সবার জীবনে সুস্থতা ও সুরক্ষা এবং বিশ্ব মানবের করোনা মহামারী থেকে মুক্তির বার্তা বয়ে আনুক। 

    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728