মেলবোর্নে বাংলাদেশ থেকে অষ্ট্রেলিয়ান ২৯০ নাগরিক আসছে আজ
জাহিদুর রহমান বকুল: বাংলাদেশ থেকে অষ্ট্রেলিয়ান নাগরিক আজ ১৭ এপ্রিল শুক্রবার অষ্ট্রেলিয়াতে আসছে । গতকাল ১৬ শে এপ্রিল বিশেষ ব্যবস্থায় শ্রীলংকান এয়ারে ঢাকা ত্যাগ করেছেন ২৯০ জন অস্ট্রেলিয়ার নাগরিক। করোনা ভাইরাস প্রতিরোধকল্পে বাংলাদেশ ও অষ্ট্রেলিয়ার কঠোর লকডাউন নিয়মের জন্য বাংলাদেশে অবস্থানরত অষ্ট্রেলিয়ান নাগরিকরা দীর্ঘদিন যাবত আসতে পারছিলেন না। অষ্ট্রেলিয়ার হাই কমিশন থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ত্যাগ করার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রয়ের ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার মি. জেরেমি ব্রয়ের বলেন, করোনাভাইরাসের কারণে বাংলাদেশ থেকে বেশির ভাগ ফ্লাইট বন্ধ থাকলেও অস্ট্রেলিয়ার নাগরিকদের ফিরে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এজন্য শ্রীলঙ্কান এয়ারকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে হাইকমিশনার বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান। উল্লেখ্য, বাংলাদেশ থেকে আসা বিশেষ এয়ার শ্রীলংকানটি আজকে মেলবোর্নে অবতরন করবেন। তারপর সরকারের নিয়মানুযায়ী ১৪ দিন হোটেলে সেলফ-কোয়ারেন্টাইনে থাকতে হবে, পরবর্তীতে যার যার গন্তব্যস্থলে ফিরে যাবেন। সিডনীর অনেক অষ্ট্রেলিয়ান ফিরে আসবেন নিজ গৃহে। প্রভাত পরিবার স্বদেশ থেকে আগত সকল যাত্রীদের অভিনন্দন ও নিরাপদে ফিরে আসার শুভ কামনা করছি।
ছবিটি নেয়া হয়েছে ইন্টারনেট থেকে।
জাহিদুর রহমান বকুল: বাংলাদেশ থেকে অষ্ট্রেলিয়ান নাগরিক আজ ১৭ এপ্রিল শুক্রবার অষ্ট্রেলিয়াতে আসছে । গতকাল ১৬ শে এপ্রিল বিশেষ ব্যবস্থায় শ্রীলংকান এয়ারে ঢাকা ত্যাগ করেছেন ২৯০ জন অস্ট্রেলিয়ার নাগরিক। করোনা ভাইরাস প্রতিরোধকল্পে বাংলাদেশ ও অষ্ট্রেলিয়ার কঠোর লকডাউন নিয়মের জন্য বাংলাদেশে অবস্থানরত অষ্ট্রেলিয়ান নাগরিকরা দীর্ঘদিন যাবত আসতে পারছিলেন না। অষ্ট্রেলিয়ার হাই কমিশন থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ত্যাগ করার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রয়ের ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
No comments