Header Ads


  • পশ্চিম গগনে বাঁকা চাঁদ দেখলেই পবিত্র ঈদুল ফিতর

    সিডনী সংবাদদাতা: সমগ্র বিশ্বের সকল মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় ও জাতীয় উৎসব হচ্ছে ঈদুল ফিতর। এমন দিনটির অনেক তাৎপর্য পূর্ণ এবং মহিমায় অনন্যা। এক মাসব্যাপী সিয়াম সাধনার শেষেই শাওয়ালের বাঁকা চাঁদ নিয়ে আসে মুসলমানদের ঘরে ঘরে পরম আনন্দ ও খুশির বার্তা, তাহলো পবিত্র ঈদুল ফিতরের ঈদ।

    এলো খুশি আর ঐক্যের ঈদ
    আরবী শব্দটি ‘ঈদ’এর প্রমিত বাংলা শব্দ হচ্ছে আনন্দ, খুশি বা আনন্দোৎসব। যা ফিরে ফিরে এসেই অনুষ্ঠিত হয় মুসলিম বাঙালীদের ঘরে ঘরে ‘ঈদ”। মহান আল্লাহ তা’আলার নির্দেশে ঈদটি ইসলাম ধর্মে  রীতি হিসেবে গন্য হয়। বছর ঘুরে আবার ফিরে এল পবিত্র ঈদুল ফিতর। মুসলমানদের জীবনে পবিত্র রমজান মাস আসে আত্ন পরিশুদ্ধির সুযোগ নিয়ে। দীর্ঘ মাস ধরে সুবেহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার মধ্য দিয়ে যে সংযমের অনুশীলন চলে, তা শুধু এক মাসের মধ্যে দিয়ে যেন শেষ না হয়ে যায়। প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারনে বিশ্বজুড়ে লকডাউন পরিস্থিতি বিরাজমান। এরই মাঝে মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয়  উৎসব পবিত্র ঈদুল ফিতর ফিরে এসেছে। করোনা দুর্যেোগের কারনে বিশ্বের অধিকাংশ দেশেই মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব ও ইবাদত ঈদুল ফিতরের নামাজ ঈদগাহ বা মসজিদে গিয়ে আদায় করতে পারছে না মুসলিম উম্মাহ। বর্তমান সময়ের মানুষের জন্য এ বিষয়টি একেবারেই নতুন।  
    সিডনী সহ অষ্ট্রেলিয়াতে আগামী ২৪ মে রবিবার অথবা ২৫ শে মে সোমবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। তবে তা নির্ভর করবে চাঁদ দেখার উপর। এ বৎসর রমজান শুরুও হয়েছিল ভিন্ন ভিন্ন দু’দিনে। অষ্ট্রেলিয়ার বিভিন্ন বিশিষ্ট ইমাম ও আলেমদের সংগঠন “মুনসাইটিং অষ্ট্রেলিয়া” এক বিবৃতিতে জানান, সিডনীসহ সমগ্র অষ্ট্রেলিয়াতে পবিত্র ঈদুল ফিতর কবে পালিত হবে তা আগামী ২৩ শে মে শনিবার  সন্ধ্যার পর বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখার প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঘোষনা করা হবে। অন্যদিকে অষ্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিল ইতিমধ্যেই আগামী ২৪ শে মে রবিবার পবিত্র ঈদুল ফিতর পালনের ঘোষনা দিয়েছে। এবৎসর বিশ্বব্যাপী মহামারী কোরনা ভাইরাস (কোভিড-১৯) এর কারনে অষ্ট্রেলিয়া সরকার গৃহীত স্বাস্থ্যবিধির কারনে প্রতিবারের মত এ বৎসর কোন ঈদের জামাতের সম্ভাবনা নেই। মাত্র ১০ জন বাহিরে জামাতে অংশগ্রহন করতে পারবে। এ পরিস্থিতিতে সিডনীর কোন মসজিদ অথবা কোন সংগঠন জামাতের আয়োজন করবে না বলে জানা যায়। তবে অনেকই জানিয়েছেন স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব বাসভবনেই ঈদুল ফিতরের জামাতের ব্যবস্থা করবে। আল্লাহ তা’আলা মুসলিম উম্মাহকে নিরাপদ থেকে সরকারি নির্দেশনা মেনে ঈদের নামাজ আদায় করার তাওফিক দান করুন। আমিন।  আমরা আমাদের প্রিয় পাঠক, লেখক ও শুভানুধ্যায়ীসহ সবাইকে শুভেচ্ছা ও অবিনন্দন জানাচ্ছি। ঈদ মোবারক। 

    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728