Header Ads


  • সিডনীর Claymore (Hillcroft) সপিং সেন্টারে নতুন বাংলাদেশী গ্রোসারিস দোকান চালু হয়েছে

    বিশেষ সংবাদদাতা:  সিডনীর নতুন এলাকা Claymore (Hillcroft) সপিং সেন্টারে নতুন বাংলাদেশী গ্রোসারিস দোকান চালু হয়েছে। সর্ম্পূন নতুন আঙ্গিকে দোকানটিকে সাজানো হয়েছে। নতুন এ এলাকায় বাংলাদেশীসহ অন্যান্য কমিউনিটি ইতিমধ্যেই বসবাস শুরু করেছে। এ সার্বাবটি ক্যাম্বেলটাউন থেকে খুবই নিকটে। এ দোকান চালু হওয়ার ফলে ক্ল্যামোরের নিকটে সার্বাব ক্যাম্বেলটাউন, Bardia, Raby, St Andrew, Airds, Ruse সহ অনেক এলাকা থেকে কমিউনিটি বাংলাদেশী ও  ইন্ডিয়া থেকে আগত প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে পারবে। Claymore Shopping


    Centre এ অবস্থিত "Bengal Store" নামে দোকানটি প্রিপ্যাক হালাল Beef, goat, lamb, hand slaughtered chicken সহ বাংলাদেশী দেশী fresh মাছ, নিত্য প্রয়োজনীয় মসলা, চাউল, তেল সহ প্রয়োজনীয় দ্রব্যাদি সুলভ মুল্যে পাওয়া যাবে। বেঙ্গল ষ্টোর এর কর্নধার আমিনুল ইসলাম জানান, অচিরেই দেশীয় তাজা সবজিও পাওয়া যাবে এবং উদ্বোধনী উপলক্ষে  বিশেষ ডিসকান্টও দেয়া হচ্ছে। আপনিও ঘুরে আসতে পারেন বাংলাদেশী মালিকের এ সপটিতে। খোলা থাকবে Monday-Saturday 9am-6pm and Sunday 9am-5pm. Shop-10, 19 Dobell Road, Claymore NSW-2559. Phone-02 4610 0674. 


        Please Call: 0412 499 390

    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728