Header Ads


  • গাজীপুরে মসজিদের টাকা আত্মসাতের সংবাদ প্রকাশ করায় আনন্দ টিভির প্রতিনিধিকে হুমকি



    জাহিদুর রহমান বকুল:

     গাজীপুর মহানগরের ১৮ নং ওয়ার্ডস্হ তেলিপাড়ায় একটি মসজিদের দানের টাকাসহ অন্যান্য টাকা আত্মসাৎ ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় আনন্দ টেলিভিশনের গাজীপুর মহানগর প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম গাজীপুর জেলা কমিটির সভাপতি মোঃ আব্বাস উদ্দিন কে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে উক্ত মসজিদ কমিটির  ক্যাশিয়ার রনি সরকার (৩২) । এ ব্যাপারে জিএমপি'র বাসন থানায় সাধারন ডায়েরী হয়েছে যার নং-১০৩ তারিখ ৩ নভেম্বর ২০২০।

    একজন সংবাদকর্মীর কাজই সত্য ঘটনাকে তুলে ধরা, আর সেই সত্যকে তুলে ধরলেই সাংবাদিকের উপর প্রাণনাশের হুমকি।

    জানা যায়, গাজীপুর মহানগরীরের ১৮ নং ওয়ার্ডস্হ তেলিপাড়া শরিফ উদ্দিন সরকার জামে মসজিদের ক্যাশিয়ার স্থানীয় মৃত আফাজ উদ্দীন সরকারের ছেলে  রনি সরকার (৩০) উক্ত মসজিদের দানের টাকাসহ অন্যান্য টাকা মসজিদের উন্নয়নের কাজে ব্যবহার না করে এবং মসজিদের নামে ব্যাংকে অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও ব্যাংক একাউন্টে টাকা জমা না রাখে নিজে আত্মসাৎ করার ঘটনাকে কেন্দ্র মসজিদ কমিটি সহ স্থানীয়দের সাথে মনোমালিন্যে সৃষ্টি হয়।

    উক্ত অভিযোগের ভিত্তিতে আনন্দ টেলিভিশনের গাজীপুর মহানগর প্রতিনিধি মোঃ আব্বাস উদ্দিন সরোজমিনে ঘটনাস্থলে হাজির হয়ে মসজিদ কমিটির সহ স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদ করে কমিটির সদস্যদের সাক্ষাৎকার নিয়ে উক্ত ঘটনা উল্লেখ করে আনন্দ টেলিভিশনে ২৯ জুন ২০২০ তারিখে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি প্রকাশের পর থেকে রনি সরকার তার সহযোগী অজ্ঞাত নামা লোকজন নিয়ে আনন্দ টেলিভিশনের সাংবাদিক আব্বাস উদ্দীন কে বিভিন্ন সময় ভয়-ভীতি ও হুমকি দিয়ে আসছে এবং প্রকাশ্যে বলাবলি করছে দেখে নিব সাংবাদিক আব্বাস উদ্দিনকে।

    আনন্দ টেলিভিশনের গাজীপুর মহানগর প্রতিনিধি মোঃ আব্বাস উদ্দিন গত ১ নভেম্বর জানতে পারে, রনি সরকারের বিরুদ্ধে নিউজ করার কারনে সে সাংবাদিক আব্বাস উদ্দীন কে যেখানে পাবে সেখানেই মারপিট করিয়া সাংবাদিকতা শিখিয়ে দিবে। এমনকি তাকে মিথ্যা মামলা দিয়ে হাজতবাস করাবে বলে বিভিন্ন জনের কাছে বলাবলি করছে। তাই সাংবাদিক আব্বাস উদ্দিন ভয়ে বর্তমানে তার জানমালের বড় ধরনের ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে তার জীবনের নিরাপত্তা চেয়ে গত ৩ নভেম্বর ২০২০ তারিখে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানায় সাধারন ডায়েরী করে, যার নং-১০৩।

    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728