Header Ads


  • সিডনীর মিন্টোতে বাংলাদেশ কমিউনিটি হাব সিডনীর আত্নপ্রকাশ


    নিজস্ব সংবাদদাতা: সিডনীতে বাংলাদেশীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশীদের বহুল বসবাস এলাকা খ্যাত ল্যাকেম্বা, রকডেল, ওয়েষ্ট ব্ল্যাকউন, সাউথ ওয়েষ্ট ক্যাম্বেলটাউন, মিন্টো, ইংগেলবার্ন, ম্যাকুয়ারী ফিল্ডস এ ব্যবসা বানিজ্যের প্রসারে চিত্র দেখলে বুঝা যাবে আমাদের জনসংখ্যা বৃদ্ধির মাত্রা। অষ্ট্রেলিয়াতে সত্তর দশকে একটি নাটকে একজন অভিনেতাকে পুরুষ আবার নারী উভয় চরিত্রে অভিনয় করতে হত। এখন এ শহরে মান সম্মত পূর্ন নাটক নির্মিত হয়। বলা চলে অনেক অঞ্চলে একা ধারে প্রায় সবগুলি ব্যবসা বানিজ্য এখন আমাদের বাংলাদেশীদের হাতে।  বর্তমানে সাউথ ওয়েষ্ট এলাকা বৃহত্তর ক্যাম্বেলটাউন বাংলাদেশীদের অন্যতম আবাস বলা চলে। এক ঝাকঁ তরুনের পাশাপাশি সিনিয়র সিটিজেনের পাতায় নাম লিখা হচ্ছে অনেকের। অত্র এ এলাকাগুলিতে তেমন কোন ক্রীড়া বা বিনোদনের জন্য কোন নির্দিষ্ট স্থান গড়ে উঠেনি। ”আপনারা শুনে অবাক হবেন এই করোনার মধ্যেও কিছু দামাল বাংলাদেশী গড়ে তুলছে বাংলাদেশ কমিউনিটি হাব। দেখুনতো কি পাগলামি।দামালেরা বলছে এই বর্ধিস্নু কমিউনিটিতে আমাদের নিজস্ব কোন স্হাপনা নেই যেখানে আমরা মিলিত হতে পারি।খেতে পারি ফুসকা, চটপটি।আয়োজন করা যেতে পারে সভা, কবিতা বিকেল, নাটক।খেলা দেখবো একসাথে। তর্ক করবো। জিতবো, হারবো একই সাথে।পশ্চিমা জোয়ারের হাতছানি থেকে রক্ষা করবো আমাদের সন্তানদের। প্রতিষ্ঠা করবো পাঠাগার। পারিবারিক কলহ রোধে আয়োজন হবে সেমিনারের। সাহায্যের হাত বাড়িয়ে দিবে বয়স্কদের প্রতি। থাকবে বৈবাহিক পরামর্শ কেন্দ্র, জাস্টিস অব পিস সার্ভিস।” নতুন সংগঠন ”বাংলাদেশ কমিউনিটি হাব সিডনী” এর অন্যতম উদ্যোক্তা আবুল সরকার এভাবেই তার ফেসবুকে নতুন সংগঠনের আত্নপ্রকাশের ব্যাখ্যা দিয়েছেন। আজ ১৬ নভেম্বর সিডনীর মিন্টোস্থ নিজস্ব ভবনে এক মতবিনিময় সভার আয়োজন করে। আবুল সরকারের সঞ্চালনায় অত্র এলাকার বিভিন্ন সংগঠক সহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদের মধ্যে সর্বজনাব ড.. নিজাম উদ্দিন, রফিক উদ্দিন, শাহাদত হোসেন, সাদেকুর রহমান ‍মুন, ইকবাল জুয়েল, আবদুস সোবহান, আহমেদুল মোরশেদ, বাবু, মাহফুজুল চৌধুরী খসরু, উদ্যোক্তার মধ্যে শফিক, আবদুল খান রতন, সাইদ মিঠু, নিরব অন্যতম। মতবিনিময় সভায় সংগঠনের উন্নয়নের জন্য বিভিন্ন পরামর্শ প্রদান  করেন।  ভবিষ্যতে যাতে এর কার্যকর্মের মাধ্যমে তরুন থেকে শুরু করে সিনিয়র সিটিজেনরা উপকৃত হয় সে সফলতা আশা ব্যক্ত করেন। ঠিকানা-2 Erica Lane Minto, Sydney.











    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728