Header Ads


  • ছয় মাসের মধ্যে দেখিয়ে দিবো গ্ৰামকে কিভাবে শহর বানানো হয়েছে- মেয়র জাহাঙ্গীর আলম


    জাহিদুর রহমান বকুল:

    গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগ আয়োজিত গাজীপুর মহানগরের ৫৭ টি ওয়ার্ডের নবগঠিত মহিলা  আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং ৯ টি থানার আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কবৃন্দদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, নগর পিতা, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

    বুধবার ১৮ নভেম্বর গাজীপুরের দিপালী রিসোর্টে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, একমাত্র বাংলাদেশের মধ্যে এই গাজীপুরকে আমরা ছয় মাসের মধ্যে দেখিয়ে দিবো গ্ৰামকে কিভাবে শহর বানানো হয়েছে।

    তিনি আরো বলেন, বাস্তবে আপনারা দেখবেন কিভাবে ১০ ফিট রাস্তাকে ৪০ ফিট রাস্তা করতেছি, ১৫ ফিট রাস্তাকে ৮০ ফিট করতেছি। কেন করতেছি, একটা তো আমাদের কোনো স্বার্থ না, ৪০ লক্ষ মানুষ এইসব রাস্তায় চলবে, তারা কিন্তু সকলে সুফল পাবে। যারা মন্দ কথা বলে তারাও কিন্তু এই রাস্তা দিয়ে চলব। জমির দাম ডাবল হচ্ছে সেও কিন্তু সেই টাকা পাবে। কিন্তু সমালোচনাটা আওয়ামীলীগকে নিয়ে করবে, আমাদেরকে নিয়ে করবে।

    পরে প্রধান অতিথিকে বাসন, কোনাবাড়ি, কাশিমপুর, গাছা, জয়দেবপুর মেট্রোথানা, সালনা সাংগঠনিক থানা, টংগীপূর্ব থানা, টংগী পশ্চিম থানা ও পুবাইল থানার মহিলা আওয়ামী লীগের আহবায়ক ও যুগ্ন আহবায়কবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।



    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728