Header Ads


  • বাংলাদশে নদী বাঁচাও আন্দোলনের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষকিী ও প্রতিনিধি সভায় কেন্দ্রীয় কমিটিগঠন



    জাহিদুর রহমান বকুল ঃ
    বাংলাদশে নদী বাঁচাও আন্দোলনের ১৫তম  প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সভায় অধ্যাপক আনোয়ার  সাদতকে সভাপতি ও এ্যাডভোকেট আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

    প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ ইকরাম এলাহী খান সাজ এই কমিটি ঘোষণা করেন।

    গাজীপুর মহানগরের পূবাইল ৪১নং ওয়ার্র অরণ্য বাস রিসোর্টে আজ বুধবার ২৫ নভেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত নানা আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

    নদী হবে প্রবাহমান, দখল ও দূষণমুক্ত –এই স্লোগান সামনে রেখে বাংলাদশ নদী বাঁচাও আন্দোলনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও প্রতিনিধি সভায় টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবালের সঞ্চালন সভাপতিত্ব করনে, অধ্যাপক আনোয়ার সাদত।

    বক্তব্য রাখনে, এ্যাভোকেট আনোয়ার হোসনে, সানাউল্লাহ, এ্যাডভোকেট খন্দকার আমিনুল হক টুটুল, বীর মুক্তিযোদ্ধা ড. শফিকুল ইসলাম কানু, ঢাকা বশ্বিবদ্যিালয়রে রোবটিক্সি ও মেকোট্রনিক্স বিভাগের চেয়োরম্যান ড.শামীম আহমদে দেওয়ান, ফ্রেডরিক মুকুল বিশ্বাস,  মনির মুন্না, তাজুল ইসলাম, বোরহান অরণ্য, রফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান, এ্যাডোকেট রফিকুল ইসলাম, এ্যাডভোকেট শহিদুল ইসলাম, আবিদ হোসনে বুলবুল, প্রিন্সিপাল মোঃ হুমায়ুন কবির ও আলহাজ্ব মোখলেসুর রহমান খান প্রমুখ।

    এ সময় উপস্থিত ছিলেন, সারা দেশের বিভিন্ন জেলা থেকে আগত বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ।

    আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের মুখপত্র নদী পত্র পত্রিকার নির্বাহী সম্পাদক জাহিদুর রহমান বকুল, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন গাজীপুর জেলা শাখার সিনিয়র সভাপতি, এসএম মনির উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল মালেকসহ সারাদেশের বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সকল শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ ।


    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728