Header Ads


  • র‍্যাব-১ এর হাতে সাগর হত্যাকাণ্ডে জড়িত ৪ জন আটক

     


    জাহিদ বকুল: 

    গাজীপুরস্হ ভাওয়াল জাতীয় উদ্যানের ( ন্যাশনাল পার্ক) গহীন বনে গত ১৯ অক্টোবর একটি অজ্ঞাত লাশ পাওয়া যায়। তখন লশের পরিচয় পাওয়া সম্ভব হয়নি।

    গত ৩ নভেম্বর, এক মহিলা এসে জানায় তার ছেলেকে গত ১৬ অক্টোবর থেকে পাওয়া যাচ্ছেন। ঐ মহিলাকে লাশের সাথে পাওয়া স্যান্ডেল ও পোশাকের ছবি দেখালে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এবং  নিশ্চিত করেন এটা তার ছেলে সাগর (১৮) এর লাশ।

    র‍্যাব-১ ঘটনার  অনুসন্ধান শুরু করে ক্লুলেস এ হত্যাকান্ডের তথ্য উদঘাটন করে এবং এ হত্যাকান্ডে জড়িত ৪ জন আসামিকে আটক করে।

    জানা যায, সাগর আইনশৃঙ্খলা বাহিনীকে ভাওয়াল জাতীয় উদ্যান (ন্যাশনাল পার্ক) এলাকায়  ডাকাত চক্র ও মাদক ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করত।

    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728