Header Ads


  • বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিটে নবান্ন উৎসব উৎযাপন ।



    জাহিদুর রহমান বকুল:

    বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) সোমবার ১৬ নভেম্বর এক বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, নতুন চালের তৈরি পিঠা-পায়েস বিতরণ, মাঠে ফসল কাটাসহ বিভিন্ন আনুষ্ঠানিকতায় নবান্ন উৎসব উদযাপন করা হয়।


    বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, পরিচালক (গবেষণা) ড. কৃষ্ণপদ হালদার, পরিচালক (প্রশাসন) ড. মো. আবুবকর ছিদ্দিক এবং বিভিন্ন গবেষণা বিভাগ ও শাখা প্রধানগণ এসব আনুষ্ঠানিকতায় নেতৃত্ব দেন। ঊর্ধ্বতন বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকসহ শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন।


    ড. মো. শাহজাহান কবীর বলেন, নবান্ন উৎসবের মতো আনুষ্ঠানিকতার মাধ্যমে আমাদের জীবনে সংস্কৃতি চর্চার ঐতিহ্যকে আরও প্রাণোচ্ছল ও বেগবান করতে পারি। আমাদের তরুণ সমাজকে বিপথে চালিত হওয়া থেকে রক্ষা করার জন্য এটি আরও বেশি প্রয়োজন। এই আনুষ্ঠানিকতার মাধ্যমে অগ্রহায়ণ মাসের প্রথম দিনটিকে আমরা জাতীয় কৃষি দিবস হিসেবে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালন করতে পারি।


    এ সময় দেশের প্রধান ফসল ধান কাটার বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার শুভসূচনা হয়। 


    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728