বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে অনুষ্ঠিত।
জাহিদুর রহমান বকুলঃ
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে গাজীপুরে শহীদ বঙ্গতাজ অডিটরিয়ামে আজ মঙ্গলবার ১৫ ডিসেম্বর সকালে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র, নগরপিতা, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী গাজীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আ.ক.ম. মোজাম্মেল হক এমপি।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত সংসদ সদস্য শামসুন্নাহার ভূইয়া, গাজীপুরের জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আজমত উল্লাহ খান, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. আমজাদ হোসেন বাবুল (জিপি). গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারীগণ, বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বাদামী বিপ্লব চেয়ারম্যান ১৫ই আগস্ট, ৩রা নভেম্বর ও ১৯ই মার্চ গবেষণা সংসদ, গাজীপুর, বাংলাদেশ।
No comments