কালিয়াকৈরে পৌনে ৩০০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১
জাহিদুর রহমান বকুলঃ
গাজীপুরের কালিয়াকৈর থেকে পৌনে ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১।
উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শিলা-বৃষ্টি ফিলিং স্টেশনের পাশ থেকে শনিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
তারা হলেন লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার সিংগীমারী গ্রামের সুকলাল দাসের ছেলে স্বপন কুমার দাস (৩৫) ও পূর্ব সিন্দুরনা গ্রামের রফিকুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন (২১)।
এ সময় আমদানি নিষিদ্ধ ২৭৪ বোতল ভারতীয় ফেনসিডিল ও ফেনসিডিল বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়।
র্যাব-১-এর পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সূত্রে ফেনসিডিলের চালানটি লালমনিরহাট থেকে গাজীপুরে আসার খবর পেয়ে অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
No comments