Header Ads


  • অষ্ট্রেলিয়াতে কোভিড-১৯ এর জন্য ফাইজারে ভ্যাকসিন প্রাথমিকভাবে অনুমোদন

    ছবি-ইন্টানেট

    আতিকুর রহমান: অষ্ট্রেলিয়ার অধিবাসীদের জন্য আজ সুখবর দিয়েছে সরকার। গত বৎসর এই সময়ে বিশ্বের সবচেয়ে মারাত্নক মরন ব্যাধি কোভিড-১৯  এ আক্রান্ত রোগীদের সনাক্ত করা হয়। দীর্ঘ এক বৎসরে অনেকের প্রয়াত হয়েছেন। আজ সরকার প্রথম কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের জন্য ফাইজার কোম্পানী তৈরী ভ্যাকসিনকে অনুমোদন প্রদান করেছেন। সরকারের স্বাস্থ্য বিষয়ক উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিষ্ঠান Therapeutic Goods Administration (TGA) প্রাথমিকভাবে Pfizer এর ভ্যাকসিন অনুমোদন দেন, এর পরই সরকার সিদ্ধান্ত নেন।আগামী মাসের শেষের দিক থেকে কোয়ারানটাইন হোটেলে কর্মরতদের প্রথমে এই ভ্যাকসিন দেয়া হবে । 

    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728