সিডনীতে নবধারা ফাউন্ডেশনের উদ্যোগে অষ্ট্রেলিয়ার জাতীয় দিবস “অষ্ট্রেলিয়া ডে” পালিত
আবুল কালাম আজাদ: যথাযোগ্য মর্যাদা ও রাষ্ট্রীয়নীতি মেনে অস্ট্রেলিয়ায় প্রতি বৎসর ২৬ জানুয়ারি উদযাপন করা হয় জাতীয় দিবস ‘হ্যাপি অস্ট্রেলিয়া ডে’। এই দিনটিতে দেশটির সর্বত্রই জাতীয় পতাকা উত্তোলন এবং নানা রকমের আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করে জাতি। সিডনির স্থানীয় একটি এরাবিয়ান রেষ্টুরেন্টে নবধারা ফাউন্ডেশনের উদ্যোগে ‘হ্যাপি অস্ট্রেলিয়া দিবস’ উদযাপন করেছে। দিবসে দেশটির জাতীয় সংগীত বাজানো হয়। পরে অনুষ্ঠানের আয়োজক আবুল কালাম আজাদ খোকন অস্ট্রেলিয়া দিবসের তাৎপর্য, উৎস ও ক্রমবিকাশের ধারার সংক্ষিপ্ত আলোচনা করেন। ডিনারের পরে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। সরকার, স্থানীয় কাউন্সিল, বিভিন্ন সংগঠন ও কমিউনিটির নেতাকর্মীরা দিবসটি গুরুত্বের সঙ্গে উদযাপন করে থাকে। প্যারেড, সরকারি পুরস্কার, নাগরিকত্ব অনুষ্ঠান ও আতশবাজিসহ নানা আয়োজন হয়ে থাকে। রাষ্ট্রীয় বিশেষ অবদানের জন্য এই দিনটিতে ‘অস্ট্রেলিয়া অব দ্য ইয়ার’ পদক প্রদান করা হয়।
No comments