ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের উদ্যোগে অষ্ট্রেলিয়া ডে উদযাপিত
নিজস্ব সংবাদদাতা: অরস্ট্রেলিয়ার দিনপুঞ্জে ২৬শে জানুয়ারী একটি বিশেষ দিন। অষ্ট্রেলিয়ার জাতীয় দিবস। এ দিবসটি ঘিরে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে সরকার। তবে এ বৎসর কোভিড-১৯ এর জন্য কিছুটা শিথিল করা হয়েছে। সিটিকে নানা রংবেরং এ সাজানো, আতশবাজি, বিশেষ অবদানের জন্য জাতীয় পুরষ্কার, এ দেশে আসা নতুন মাইগ্রেন্টদের জাতীয়তা সার্টিফিকেটসহ থাকে নানা ধরনের অনুষ্ঠান। স্থায়ী সরকারগুলি ফেডারেল সরকারের মত অনুষ্ঠানমালা সাজিয়ে থাকে। ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলও এর ব্যতিক্রম ছিল না। Eagele Farm Reserve, Eagle Vale, Ingleburn Reserve, Rizal Park Rosemeadow, Redfern Park, Minto, Dimeny Park Claymore, On o-Lithgow St mall Campbelltown এ ৬টি স্থানে অষ্ট্রেলিয়া ডে উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি সৌজন্যমূলক বারবিকিউ এর ব্যবস্থা করা হয়। এসব অনুষ্ঠানে মেয়র, ডেপুটি মেয়র ও কাউন্সিলরগন উপস্থিত ছিলেন। এ বৎসর কাউন্সিল Uncle Ivan Wellington কে সিটিজেন অব দি ইয়ার এবং Jaden Legaspi কে ইয়ং সিটিজেন অব দি ইয়ার- ২১ ঘোষনা করেন। মিন্টো রেডর্ফান পার্কের অনুষ্ঠানে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের একমাত্র বাংলাদেশী কাউন্সিলর মাসুদ চৌধুরীসহ অনেক বাংলাদেশীরা অংশগ্রহন করেন।
No comments