রূপসী বাংলা রেডিও এর পরিচালক সৈয়দ রফিকুল হক সাগর আর নেই
আতিকুর রহমান: “আপনারা বাসা-গাড়ীতে যে যেখান থেকে রূপসী বাংলা সিডনী রেডিও এর এ অনুষ্ঠান শুনচ্ছেন তাদের প্রতি প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এ অনুষ্ঠান। এ অনুষ্ঠান শোনা যায় ৮৯.৭ এফএম ইষ্ট সাইড রেডিও থেকে।” এভাবেই প্রতি শনিবার দুপুর ১২টা থেকে ২টা পযন্ত ভরাট কন্ঠ শোনা যেত। কখনও অনুষ্ঠান বন্ধ হতে দিতেন না। রাত্রে কোগরা থেকে মিন্টোতে গিয়ে খবর সংগ্রহ করে মধ্যরাত্রি পযন্ত পরের দিনের সব প্রস্ততি করেই ঘুমতে যেতেন। ৯০ দশকে রূপসী বাংলা শুরুর পর থেকেই নিত্য নতুন পরিকল্পনা নিয়ে হাজির হতেন। অল্প দিনেই রেডিওটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। বাংলাদেশে ২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলা হয়, নিহত ও আহত হয় অনেক। চারিদিকে থমথম ভাব ছিল। এর পরের সপ্তাহেই তৎকালীন বিরোধী দলীয় নেত্রী এবং বতমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সরাসরি সাক্ষাতকার প্রচার করা হয় এ জনপ্রিয় রূপসী বাংলা সিডনী রেডিও থেকে। তা ছিল সিডনী মিডিয়া কমিউনিটির কাছে অত্যন্ত সম্মানের। সৈয়দ রফিকুল হক যিনি সাগর ভাই নামে পরিচিত ছিল। তিনিই ছিলেন এ রেডিওটির পরিচালক ও প্রযোজক। সাগর ভাই আজ রাত্র ১০টায় সেন্টজর্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিওন)।
ক্যানবেরাস্থ বাংলাদেশ হাইকমিশনে যাওয়ার পথে সাগর ভাই, আনিসুর রহমান ও সবডানে মিসেস নার্গিস বানু |
বেশ কয়েক বৎসর আগে হদরোগে আক্রান্ত হবার পর দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। সাগর ভাই সিডনীর কমিউনিটির উন্নয়নে ভূমিকা রেখে গেছেন। প্রচারবিমুখ সাগর ভাইয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকতপ্ত পরিবারের জন্য গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আগামী ১২ মাচ শুক্রবার সাগর ভাইয়ের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বিস্তারিত বিভিন্ন প্রচার মাধ্যমে জানানোর আশা করছি।
সাবেক প্রধান বিচারপতি পরিবারের সাথে সবডানে সাগর ভাই |
No comments