Header Ads


  • আগামী ২৭ মার্চ শনিবার সিডনীতে বিডি কমিউনিটি হাবের উদ্যোগে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীর ব্যাপক প্রস্ততি

    বিলবোর্ড এ  বাংলাদেশের পতাকা
    আতিকুর রহমান। ২৬ শে মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবস। বাঙালি জাতির জীবনে অনন্য সাধারণ একটি দিন। সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় দিনটি। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী স্বাধিকারের দাবিতে জেগে ওঠা নিরীহ বাঙালির ওপর চালিয়েছিল নির্মম হত্যাযজ্ঞ। ১৯৭১ সালে স্বাধীনতা লাভের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সিডনীতে সম্প্রতি গড়ে উঠা বিডি কমিউনিটি সিডনী। ধরনের ব্যাপক প্রস্ততি সিডনীতে পূর্বে দেখা যায়নি। বিলবোর্ড প্রদর্শন, বাড়ীতে বাড়ীতে বাংলাদেশের পতাকা উত্তোলন আলোকসজ্জা, ব্যান্ড পার্টি, বাচ্চাদের ফেস কালার, শোভা যাত্রা, জাতীয় স্মৃতি সৌধের রেপ্লিকা স্থাপন, বিকেলে আমন্ত্রিত অতিথিদের নিয়ে আলোচনসভা, মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান। গত ১৪ মার্চ আসন্ন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সামগ্রিক পরিকল্পনা অগ্রগতি ব্যাখ্যা তুলে ধরেন সংগঠনের সভাপতি জনাব আবুল সরকার। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাধারন সম্পাদক জনাব আব্দুল খান রতন, শফিক শেখ, লুৎফর রহমান টিপু, সাখাওয়াত হোসেন নিরব। প্রশ্নোত্তর পর্বে অংশ নেন আকিদুল ইসলাম (বাসভূমি টিভি),আবু তারিক ( সিডনিবেঙ্গলিস ), আউয়াল খান (বাংলাকথা ), আতিকুর রহমান (প্রভাত.ডট.কম), জাকির হোসেন (বাংলার কণ্ঠ ), আকাশ দে ( আর টি ভি প্রতিনিধি ) শামীমা সুমী (বাসভূমি টিভি ).

    ইতিমধ্যেই প্রায় বাড়ীতে পতাকা আলোক সজ্জা করা হয়েছে। মিন্টো সপিং সেন্টারস্থ নবাব রেষ্টুরেন্টের সম্মুখে বিল বোর্ডে বাংলাদেশের পতাকা শোভা পাচ্ছে। যা বাংলাদেশকে বিদেশের মাটিতে সম্মানের সাথে তুলে ধরেছেন। মিডিয়াকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানিয়েছেন যে, ২৭ শে মার্চ শনিবার বিকেল ৪টায় Erica Lane (Cnr Erica Lane, Refern Rd) Near Car park শোভা যাত্রার জন্য জমায়েত হবে। এই শোভা যাত্রায় থাকছে-ব্যানার, ফেষ্টুন, হেড ব্যান্ড, মিউজিক,ব্যান্ড পাটি সহ নানা আযোজন। এই বর্ণাঢ্য আয়োজনে ক্যাম্পেলটউন পুলিশ সাবিক সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। 

    বিলবোর্ড এ  বিডি হাব
    স্বাধীনতা সুবণ জয়ন্তী উপলক্ষে বিডি হাবের মূল অনুষ্ঠান হবে আগামী ২৭ শে মার্চ শনিবার বিকেল .৩০ মিনিটে। সিডনীর Skyview Reception Function Centre, Liverpool অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে আলোচনা সভা, অষ্ট্রেলিয়ার বিশিষ্ট জনদের স্বাধীনতা সম্মামনা পুরষ্কার, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার, অষ্ট্রেলিয়াস্থ বাংলাদেশের মাননীয় হাইকমিশনার, মন্ত্রীসভার মন্ত্রী মহোদয়, স্থানীয় সরকারের সম্মানিত কাউন্সিলর, বিভিন্ন মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, রাজনিতিবিদ, পেশাজিবী সহ সমাজের বিশিষ্টবগদের আমন্ত্রণ জানানো হয়েছে। কোভিড-১৯ এর জন্য সরকারের স্বাস্থনীতি নিয়ম অনুযায়ী আমন্ত্রন করা হয়েছে। 

    বৎসর বিডি হাব একটি শক্তিশালী কমিটির মাধ্যমে অষ্ট্রেলিয়াতে বিভিন্ন ক্ষেত্রে অবদান স্বরূপ আটজনের নাম ঘোষনা করা হয়েছে। আটজন হল সবজনাব: ১. অধ্যাপক ডঃ অমিত চাকমা, ভাইস চ্যান্সেলর, ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন সিডনি, . অধ্যাপক ডঃ আতিকুল ইসলাম, ভাইস চ্যান্সেলর, নর্থ সাউথ ইউনিভার্সিটি, বাংলাদেশ ,. এমিরেটস প্রফেসর ডঃ রফিকুল ইসলাম , ম্যাককোয়ারি ইউনিভার্সিটি , . ডঃ আবেদ চৌধুরী , বিভাগীয় প্রধান, সায়েন্টিফিক ইনোভেশন, কার্বন সয়েল এন্ড কো: . ডঃ নিজাম উদ্দিন আহমেদ, প্রধান হোইট ব্রিডার, ইউনিভার্সিটি অফ সিডনি, . বীর মুক্তিযোদ্ধা কামরুল চৌধুরী, OAM, মেলবোর্ন, . জাহাঙ্গীর আলম, সিইও, টেলেঅস এবং . অধ্যাপক ডঃ আনিসুজ্জামান চৌধুরী, নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটি এবং ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি। স্বাধীনতা সুবন জয়ন্তী উপলক্ষ্যে বিডি কমিউনিটি সিডনীর বিভিন্ন আয়োজন আগামী প্রজন্মের কাছে স্মরনীয় হয়ে থাকবে বলে আশা করছে সকলে। তাদের আগামী পথ চলার আরও সুগম হউক প্রত্যাশা সকলের।

    সাংবাদিক সম্মেলনে সাংবাদিকবৃন্দ 



    ফাইল ছবি: বিডি হাবের কর্মকর্তাদের সাথে কাউন্সিলর






    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728