আগামী ২৫শে এপ্রিল অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের ইফতার পাটি হচ্ছে না
নিজস্ব প্রতিবেদক।।বর্তমান বিশ্বে সবচেয়ে আলোচিত নাম হচ্ছে করোনা ভাইরাস বা কোভিট-১৯। এর প্রভাব সারা বিশ্বেই পড়েছে। অষ্ট্রেলিয়াতেও এ ব্যতিক্রম নয়। কোভিট-১৯ এর আক্রান্তের সংখ্যা বর্তমানে তেমন ব্যাপক না হলেও রয়েছে কঠোর স্বাস্থ্যনীতি যা কোনভাবেই অবহেলা করার অবকাশ নেই। প্রতি বৎসর বৃহত্তর ক্যাম্বেলটাউন এলাকার অন্যতম সংগঠন অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার পবিত্র রমজানে মুসল্লিদের জন্য ইফতারের ব্যবস্থা করে থাকে। গত বৎসর কোভিড-১৯ এর জন্য এ ইফতারের আয়োজন করা সম্ভব হয়নি। এ বৎসর কোভিড এর কারনে ইফতারের আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছেন সংগঠনের সাধারন সম্পাদক ড.আনিছুল আফছার। প্রতি বৎসর এগারশ’ অধিক কমিউনিটির সদস্য ছাড়াও ভিন্ন দেশের মুসল্লিদের জন্য ইফতারের আয়োজন করে থাকে। যা এ অঞ্চলের সবচেয়ে বড় ইফতার পাটি। সংগঠনের নিজস্ব ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২৫শে এপ্রিল রবিবার নিজ ভবনে ইফতার এর সময়সূচী ছিল। কিন্তু অষ্ট্রেলিয়া সরকারের কোভিড-১৯ স্বাস্থ্যনীতি অনুযায়ী এত বড় ইফতারের আয়োজন করা সম্ভব নয় বলে ড. আফছার জানিয়েছেন।
No comments