Header Ads


  • সিডনীতে ২০ ও ২১ শে জুলাই ঈদ-উল-আযহা উদযাপিত হবে

     

                   
        

    আতিকুর রহমান ।। ঈদ-উল-আযহা ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের একটি। এই উৎসবটি কোরবানির ঈদ নামে পরিচিত। এর অর্থ হলো ত্যাগের উৎসব। দিনটিতে মুসলমানরা তাদের সাধ্যমত ধর্মীয় নিয়ম অনুযায়ী উট, গরু, দুম্বা কিংবা ছাগল কোরবানি বা জবাই করেন। দিনটিতে মুসলমানেরা ফযরের নামাযের পর ঈদগাহে গিয়ে দুই রাক্বাত ঈদুল আযহার নামাজ আদায় করে। ইসলাম ধর্ম মতে যার যাকাত দেয়ার সামর্থ্য আছে তার ওপর ঈদ-উল-আযহা উপলক্ষে পশু কোরবানি করার নির্দেশ রয়েছে। ঈদ-উল-আযহার দিন থেকে শুরু করে পরবর্তী দুইদিন পশু কোরবানির জন্য নির্ধারিত। সিডনী সহ অষ্ট্রেলিয়াতে আগামী ২০ জুলাই মঙ্গলবার এবং ২১ শে জুলাই বুধবার পবিত্র ঈদ-উল-আযহা পালিত হবে। অষ্ট্রেলিয়ার বিশিষ্ট ইমাম আলেমদের সংগঠনমুনসাইটিং অষ্ট্রেলিয়া (Moonsighting Australia)  The National Hilaal Commitee এক বিবৃতিতে জানানসিডনীসহ সমগ্র অষ্ট্রেলিয়াতে পবিত্র ঈদ-উল-আযহা আগামী ২১ জুলাই বুধবার উদযাপিত হবে। অন্যদিকে অষ্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিল আগামী ২০ শে জুলাই বুধবার পবিত্র ঈদুল আযহা পালনের ঘোষনা দিয়েছে। সিডনীতে এ দু’দিন ঈদুল আযহা উদযাপিত হবে।


    এবৎসর বিশ্বব্যাপী মহামারী কোরনা ভাইরাস (কোভিড-১৯) এর কারনে অষ্ট্রেলিয়া সরকার গৃহীত স্বাস্থ্যবিধির কারনে প্রতিবারের মত বৎসর কোন ঈদের জামাতের  আয়োজন করা সম্ভব হয়নি। নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকার কঠোর স্বাস্থ্য নীতি অনুযায়ী বৃহত্তর সিডনীর শহরগুলিতে লকডাউন চলছে। নিজ নিজ গৃহ থেকেই ঈদ উল আযহার জামাত আদায় করতে হবে। নিকট আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ কোন অতিথি কোন বাসায় প্রবেশের উপর রয়েছে সরকারের কঠোর আইন। আইন ভঙ্গ করলে জরিমানার ব্যবস্থাও করা হয়েছে। রাজ্য সরকারের প্রিমিয়ার সরকারের নীতি মেনে চলার বিশেষ অনুরোধ করেছেন। আমাদের অনেকেই জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব বাসভবনেই পরিবার নিয়ে ঈদুল ফিতরের জামাতের ব্যবস্থা করবে। সাউথ ওয়েষ্ট এলাকার অন্যতম বৃহত্তম জামাতের আয়োজক অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সাধারন সম্পাদক . আনিছুল আফছার এক বিবৃতিতে জানান, আগামী ২১ শে জুলাই পবিত্র ঈদ উল আযহা উদযাপিত হবে এবং  বৎসর পবিত্র ঈদ উল আযহার কোন জামাতের আয়োজন করা সম্ভব হবে না। তবে ঈদের দিন বুধবার জুম এ্যাপসের মাধ্যমে আলোচনার (substitute of Kutba) ব্যবস্থা করা হয়েছে। আলোচনা করবেন হাফেজ ও মাওলানা আবদুল হাদী তানভির। Up to 1,000 people can join this meeting. Meeting details below: Time: 8.30 am. Meeting link: https://us02web.zoom.us/j/82003277231...

    Meeting ID: 820 0327 7231, Passcode: 944983


    অনুরূপ আলোচনার ব্যবস্থা করেছে ইসলামিক এডুকেশন সেন্টার ম্যাকুয়ারী ফিল্ডস, তারিখ: ২০ জুলাই, সময়: সকাল ৭.৩০। Meeting ID: 881 9690 4871, Passcode:12345. আলোচনা করবেন শেখ হামিদুল্লাহ। বিষয়: How to pray, what to do, reminder.

    আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নিরাপদ থেকে সরকারি নির্দেশনা মেনে ঈদের নামাজ আদায় করার তাওফিক দান করুন। আমিন।  আমরা আমাদের প্রিয় পাঠক, লেখক শুভানুধ্যায়ীসহ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সুস্থ থাকুন, ঘরে থাকুন, প্রয়োজন ব্যতীত বাইরে যাবেন না। ঈদ মোবারক। 




    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728