Header Ads


  • অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার ঈদের দিন বুধবার সকালে ভার্চুয়াল আলোচনার ব্যবস্থা করা হয়েছে

     

    বিশেষ সংবাদদাতা্।। বিশ্বের মুসলিম ধর্মালম্বীদের জন্য ঈদ একটি বড় ধর্মীয় উৎসব। বছরে বার  মুসলিম সম্প্রদায়ের জন্য ঈদ আসে। এই ঈদে মুসলিমরা খুব আনন্দ করে এবং মজা করে। একে অন্যের সঙ্গে দেখা হয়। সৌহার্দ্য এবং সম্প্রীতি গড়ে ওঠে। ফলে সম্পর্ক মজবুত হয় এবং সম্পর্কের হতে পারে। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে অষ্ট্রেলিয়া সহ সারা বিশ্বে ঈদুল আযহা উদযাপনে ভিন্ন রকম আবহ তৈরি হয়েছে। এবারে কোরবানির আয়োজন সীমিত, তেমনি সবাই মিলে নামাজ পড়া বা আত্মীয় স্বজনের বাড়িতে দাওয়াত খাওয়ার মতো প্রচলিত রীতিতে দেখা গেছে বড় ধরণের পরিবর্তন। সিডনীতে ক্রমবর্ধমান করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়া আগামী ৩০ জুলাই পর্যন্ত লকডাউন ঘোষনা করা হয়েছে। ফলে এবার সিডনীতে কোন নামাজের জামাতের আয়োজন করা হয়নি। এমনকি একে অপরের সাথে সৌহার্দ্য বা বাসায় গিয়ে সাক্ষাতের কোন সুযোগ নেই। সরকার কঠোর জরিমানা সহ বিভিন্ন স্বাস্থ্যনীতি নিয়ম প্রয়োগের ঘোষনা করেছেন। ফলে অনেকটা চার দেয়ালের মধ্যেই কাটবে কমিউনিটির ঈদ। বৃহত্তর ক্যাম্বেলটাউন এলাকার অন্যতম বৃহত্তর জামাতের আয়োজক অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার (এএমডব্লিওসি) আগামী ২১ শে জুলাই ঈদুল আযহা উদযাপিত করার ঘোষনা দিয়েছিল। কিন্তু প্রতিবারের মত ঈদের জামাত এবং কোরবানীর ব্যবস্থা  ইতিপূর্বে স্থগিত করে। তবে সংগঠনের সাধারন সম্পাদক ড. আনিছুল আফছার জানান, ঈদের দিন অর্থাৎ ২১ জুলাই বুধবার সকাল ৮.৩০ মিনিটে Zoom এ্যাপসের মাধ্যমে ঈদের উপর লেকচার বা বয়ান (Substitute of Kutba) এর ব্যবস্থা করা হয়েছে। প্রায় ১,০০০ কমিউনিটি সদস্য-সদস্যারা এ আলোচনায় সরাসরি অংশগ্রহন করতে পারবেন এবং একে অন্যের সাথে ভার্চুয়াল ঈদের আনন্দ শেয়ার করতে পারবেন।

    ফাইল ফটো: এ বৎসর ঈদ উল ফিতরের জামাতের শেষে ইমাম সহ মুসল্লি

    Meeting date & time: Wednesday, 21 July 2021; 8.30 am to 9.30 am

    Meeting ink: https://us02web.zoom.us/j/82003277231?pwd=eWlTd2EwZ05DeDlmenpIU04zdjcvQT09

    Meeting ID: 820 0327 7231, Passcode: 944983

    Please get ready with Eid dress and join this meeting with your family and friends.

    অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার কর্তৃক আয়োজিত ভার্চুয়াল লেকচার অনুষ্ঠানে বয়ান করবেন হাফেজ ও মাওলানা আবদুল হাদী তানভির। সকলকে পরিবার সহ অংশগ্রহন করার বিনীত অনুরোধ করা হয়েছে।

    দিন দিন করোনার প্রভাব বাড়ছেই। আল্লাহ তায়ালা সকলকে করোনার প্রভাব থেকে রক্ষা করুন। সকল মুসলিম ভাইদের ঈদ উদযাপন মসজিদে নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। ঈদ মোবারক। 


    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728