Header Ads


  • অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ভার্চুয়ালের মাধ্যমে জাতীয় শোক দিবস ও করোনায় আক্রান্তদের জন্য দোয়া অনুষ্ঠান করেছে


    ড. মুফতি মুহাম্মদ কাফিলুদ্দীন সরকার সালেহি

    আতিকুর রহমান।। প্রতি বছরের ১৫ আগস্ট জাতীয়  রাষ্ট্রীয়ভাবে দিবসটি শোকের সাথে পালন করা হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। দেশে ও প্রবাসে মরনব্যাধি করোনায় আক্রান্ত হয়ে প্রান হারিয়েছে এবং এখনও অসুস্থ রয়েছে বহু স্বজন। ১৪ আগষ্ট শনিবার জাতীয় শোক দিবস এবং করোনায় আক্রান্তদের জন্য ভার্চুয়ালের মাধ্যমে এক বিশেষ দোয়ার আয়োজন করেছিল সিডনীস্থ অষ্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিষ্ট এসোসিয়েশন। সংগঠনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিনের সভাপতিত্বে সিনিয়র সহ সভাপতি মোহাম্মেদ আসলাম মোল্লার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন।


    দোয়া মাহফিলে সিডনীস্থ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, অংশগ্রহন করেন এবং নিজেদের অভিমত ব্যক্ত করেন। ড. সিরাজুল হক, এনায়েতুর রহিম, আবুল সরকার, আবদুল খান রতন, মুস্তাফিজুর তালকুদার, আবদুস সোবহান, হারুনুর রশীদ, একেএম মাসুদুল হক, জিলাউর রহমান এবং সংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্ট নেতৃবৃন্দ অন্যতম। 


    পরে মূল পর্বে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর ঢাকা থেকে আলোচনায় অংশগ্রহন করেন খতিব, আমীনবাগ জামে মসজিদ এবং অধ্যক্ষ, ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসা, ফরিদাবাদ, গেণ্ডারিয়া, ঢাকা এবং গভর্নর, ইসলামিক ফাউন্ডেশন মোফাসসিরে কুরআন . মুফতি মাওলানা মুহাম্মাদ কাফিলুদ্দীন সরকার সালেহি । আলোচনা শেষে ড. মুফতি কাফিলুদ্দীন সরকার সকলের জন্য দোয়া করেন।




     

    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728