Header Ads


  • এএমডব্লিউসি এর উদ্যোগে আগামী ৫ই সেপ্টেম্বর ভার্চুয়াল ইসলামিক প্রোগ্রাম অনুষ্ঠিত হবে

    আতিকুর রহমান।। অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে আগামী ৫ই সেপ্টেম্বর রবিবার ভার্চুয়াল মাসিক ইসলামিক প্রোগ্রামের আয়োজন করছে। সাধারনত: প্রতিমাসের প্রথম সপ্তাহে এ ইসলামিক প্রোগ্রামটি হয়ে থাকে। কিন্তু সেন্টারের সংস্কারের কাজ এবং কোভিডের জন্য কিছুদিন প্রোগ্রামটি স্থগিত ছিল। এবার কোভিডের জন্য ভার্চুয়াল জুম (ZOOM) প্রোগ্রামের মাধ্যমে আলোচনার ব্যবস্থা করা হয়েছে। আলোচনা করবেন সিডনীর অন্যতম ইসলামিক স্কলার, ইমাম, সুখ্যাত ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান Daar Ibn Abbas এর শিক্ষক এবং নিউ সাউথ ওয়েলস ইমাম কাউন্সিলের সভাপতি শেখ আহমেদ আবদো, বিষয়: Between Fear & Hope: The two wings of a Believer। আলোচনায় থাকবেন এএমডব্লিডসি ইসলামিক সেন্টারের ইমাম হাফেজ মাওলানা আবদুল হাদী তানভির, বিষয়: Importance of Hadith in our Life (আমাদের জীবনে হাদীসের গুরুত্ব ও তাৎপর্য) এবং বিশিষ্ট চিকিৎসক ডা: তোজ্জামেল হোসেন, বিষয়: Covid-19 awareness and vaccination)। অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্বে থাকবেন সংগঠনের সাধারন  সম্পাদক ড. আনিছুল আফছার এবং এডুকেশন সম্পাদক গোলাম মোস্তফা। অনুষ্ঠান শুরু হবে রাত্র ৬.০০মিনিট এবং চলবে ৭.৩০ মিনিটি পর্যন্ত। জুমের লিংকটি হল: Meeting link: https://us02web.zoom.us/j/81637208981...

    · Meeting ID: 816 3720 8981

    · Passcode: 883863

    ভার্চুয়াল মাসিক ইসলামিক প্রোগ্রামটি অংশগ্রহন করার জন্য বিনিত অনুরোধ জানিয়েছেন সাধারন সম্পাদক। 



     

    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728