|
শিল্পী আজগর আলীম |
সিডনী ডেস্ক।। সিডনী এখনও চলছে লকডাউন। বন্ধ রয়েছে অধিকাংশ সপ, অফিস আর শিক্ষা-প্রতিষ্ঠান। শুধুমাত্র ভার্চুয়াল চালু রয়েছে অধিকাংশ প্রতিষ্ঠান। বিশেষ করে যে সব এলাকায় অতিরিক্ত মাত্রায় কোভিড রোগীর সংখ্যা আছে সে সব এলাকায় রাত্রে কারফিউ পর্যন্ত বলবৎ করা হয়েছিল। এ রকম বন্দী জীবনের ভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরা জন্য সদ্য প্রতিষ্ঠিত বিডি হাব সিডনী আয়োজন করেছে “বন্দী জীবনের গল্পগুলো” যা ইতিমধ্যেই ব্যাপক প্রসংশনীয় হয়েছে। ”বন্দী জীবনের গল্পগুলো” ৫ পর্ব অংশগ্রহন করেছিলেন সিডনীর ভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বাসভূমি টিভির জনাব আকিদুল ইসলাম, বাংলা বার্তা পত্রিকার সম্পাদক আসলাম মোল্লা এবং প্রভাত পত্রিকার সম্পাদক আতিকুর রহমান। সাবলীল ও সুন্দর উপস্থাপনায় ছিলেন নুরুন জামান সুম্মিতা।
|
বিজ্ঞাপন |
বন্দী
জীবনের গল্পগুলো-এর ৬তম পর্ব হবে আজ ২৫ সেপ্টেম্বর রোজ শনিবার অষ্ট্রেলিয়ার সময় রাত্র
৮ টায় সরাসরি প্রচারিত হবে। এ পর্বে অংশগ্রহন করবেন ড. আনোয়ারুল ইসলাম বকশী, মো. শফিকুল আলম,
আউয়াল খান। আর এ পর্বের মুল আর্কষন হচ্ছে গান গাইবেন বাংলাদেশের পল্লীগীত সম্রাট মরহুম আবদুল
আলীমের দ্বিতীয় সন্তান আজগর আলীম। আজগর আলীম বাংলাদেশের বেতার, টিভি সহ বিভিন্ন মঞ্চে
গান গেয়ে বেশ সুনাম অর্জন করেছেন। ২০০৬ সালে সিডনীতেও গান শুনাতে এসেছিলেন। অষ্ট্রেলিয়া, আমেরিকা,
ভারত সহ বিশ্বের বিভিন্ন স্থানে দেশের প্রতিনিধিত্ব হয়ে গান করেছেন। আজকে সরাসরি প্রচারিত হওয়ার
সময় শিল্পী আজগর আলীমকে যে কোন পছন্দের গানের অনুরোধ করা যাবে। অনুষ্ঠানের ব্যবস্থাপনায় থাকবেন জনাব আবুল সরকার ও আবদুল খান রতন। আজকের অনুষ্ঠান সরাসরি দেখা যাবে Facebook
page: https://www.facebook.com/BDHuBSydney.
No comments