Header Ads


  • এএমডব্লিউসি ইসলামিক সেন্টারে এইচ এস সি পরীক্ষার্থীদের জন্য দোয়ার প্রোগ্রাম অনুষ্ঠিত

     

    শেখ আহমেদ আবদু
    আতিকুর রহমান।। বিশ্বের আলোচিত ও সমালোচিত ব্যাধি কোভিড-১৯  বা করোনা মন্থর করে দিয়েছে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা। বাদ যায়নি নতুন দিনের ভবিষ্যতের গড়ার মাধ্যম শিক্ষার কার্যক্রমও। দীর্ঘদিন সম্পূর্নভাবে বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। দিনের পর দিন পিছিয়েছে গুরুত্বপূর্ন পরীক্ষাগুলি। অবশেষে আজ থেকে শুরু হচ্ছে নিউ সাউথ ওয়েসে এইচ এস সি পরীক্ষা। আগামী ১৭ নভেম্বর হবে ওপরচুনিটি ক্লাস (ওসি) পরীক্ষা। এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গত অক্টোম্বর মাসে তা পিছিয়ে আজ থেকে শুরু হচ্ছে। 

    হাফেজ মাওলানা আবদুল হাদী তানভীর

    এবারে নিউ সাউথ ওয়েলেসে ৬৫,০০০ বেশী পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করবে। গত ৭ নভেম্বর সিডনীর অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের ইসলামিক হলে এবারের পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছিল। দোয়া অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইলামিক স্কলার, ইমাম, দার ইবনে আব্বাস প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক এবং দি কাউন্সিল অফ ইমাম’স নিউ সাউথ ওয়েলসের প্রেসিডেন্ট শেখ আহমেদ আবদু। বিশেষ অতিথি ছিলেন এএমডব্লিউ ইসলামিক সেন্টারের ইমাম হাফেজ মাওলানা আবদুল হাদি তানভীর। 

    পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক ড. আনিছুল আফছার এবং এডুকেশন সম্পাদক গোলাম মোস্তফা। দোয়া অনুষ্ঠানে বক্তারা মুসলিম উম্মা ও এবারের এইচ এস সি পরীক্ষার্থীদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে আগত অতিথিদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। এবারের অনুষ্ঠানে সম্পূর্ন স্পন্সর করেছিল জনাব হেদায়েত উল্লা ও জনাব রিজওয়ান। 

    এবারের পরীক্ষার্থীরার ATAR এর রেজাল্ট প্রকাশিত হতে পারে আগামী বৎসর ২০ জানুয়ারী এবং রেজাল্ট প্রকাশিত হবে ২৪ জানুয়ারী। সকল পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা। 

    সংগঠনের সভাপতি গোলাম কিবরিয়া

    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728