Header Ads


  • সাংবাদিক নাইম আবদুল্লাহ পরিচালিত নাটক ”বিহঙ্গ মন” এর প্রিমিয়ার শো’ অনুষ্ঠিত

     

    নাটকের একটি দৃশ্য

    আতিকুর রহমান ।। গত ১২ ডিসেম্বর রবিবার সিডনীর মিন্টোস্থ বিডি কমিউনিটি হাবে সিডনীর বিশিষ্ট সাংবাদিক নাইম আবদুল্লাহ পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক বিহঙ্গ মন নাটকের প্রিমিয়ার শো’ অনুষ্ঠিত হয়। জন্মভূমি মাল্টিমিডিয়া প্রোডাকশনের প্রযোজনায় নাটকটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাইম আবদুল্লাহ। নাটকটি গত ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে জন্মভুমি টেলিভিশনে পরিচালিত হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কেক কেটে বিজয় দিবসের নাটকবিহঙ্গ মনএর প্রিমিয়ার শো উদ্বোধন করা হয়। আলোচনায় অংশ নেন, নাটকটির প্রযোজক আবু রেজা আরেফিন , সিডনি প্রবাসী বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বিহঙ্গ মননাটকের প্রযোজনা উপদেষ্টা শাহীন শাহনেওয়াজ, পরিচালক নাইম আবদুল্লাহ, অভিনেত্রী আফসানা রুচি অভিনেতা রানা শরীফ। এরপর অতিথিরা নাটকটির প্রিমিয়ার শো উপভোগ করেন। নাটকটির সফলতা কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জন্মভূমি টেলিভিশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ডাঃ আসাদ শামস কমিউনিটি ব্যক্তিত্ব ডঃ রফিকুল ইসলাম। নাটকটি দেখতে ক্লিক করুন www.jonmobhumi.tv.

    কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাইম আবদুল্লাহ

    অনুষ্ঠানের বিভিন্ন চিত্র

    অনুষ্ঠানের প্রথম পর্বটি ছিল স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষে জন্মভূমি টেলিভিশন আয়োজিত ”বিজয়ের পঞ্চাশ বৎসর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশের অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বিজয় উৎসব শুরুর পর দেশাত্মবোধক গান পরিবেশিত হয়। 

    জন্মভূমি টেলিভিশনের চেয়ারম্যান আবু রেজা আরেফিন সাহানা চৌধুরীর সঞ্চালনায় প্রথম পর্বে বিজয়ের ৫০ বছর পূর্তি উৎসবের আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলাল, মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আবদুল মতিন  সিনিয়র সহ সভাপতি মোঃ আসলাম মোল্লা, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া


    টেলিওজ এর সিইও জাহাঙ্গীর আলম
    এনায়েতুর রহিম বেলাল
        
    ক্লাবের সভাপতি  রহমতউল্লাহ্, ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধুরী, টেলিওজ এর সিইও জাহাঙ্গীর আলম, বিডি হাবের সাধারন সম্পাদক আবদুল খান রতন প্রমুখ। কবিতা আবৃতি করেন, পলি ফরহাদ নুসরাত জাহান স্মৃতি। দেশীয় নৃত্য পরিবেশন করেন মৌসুমী সাহার নেতৃত্বে নৃত্যাঞ্জলি ডান্স একাডেমির শিল্পীরা।


    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728