এএমডব্লিউসি ইসলামিক সেন্টার পবিত্র ঈদুল ফিতরের জামাত আগামী ৩ মে মিন্টো Coronation Park Netball Court এ আয়োজন করেছে
নিজস্ব প্রতিবেদক ।। সিডনীর সাউথ ওয়েষ্ট এলাকার অন্যতম বৃহত্তম সংগঠন অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার আগামী ৩ রা মে মঙ্গঁলবার পবিত্র ঈদুল ফিতরের জামাতের ঘোষনা করা হয়েছে। সংগঠনটি প্রতি বৎসরের ন্যায় এবারও চাঁদ দেখার উপর ভিত্তিতে জামাতের তারিখ নির্ধারিত করেছে। সেই অনুযায়ী আগামী ৩ রা মে ঈদের জামাত হবে। বৃহত্তর ক্যাম্বেলটাউন এলাকায় বাংলাদেশী তথা মুসল্লীদের সংখ্যা বেশী হওয়াতে এবারই সংগঠনটি খোলা ময়দানে জামাতের ব্যবস্থা করা হয়েছে। যা বাংলাদেশের ঈদ গাহ ময়দানে দেখা যায়। সিডনীর মিন্টোস্থ Coronation Park Netball Court ( 9 Redfern Rd, Minto) এ জামাত অনুষ্ঠিত হবে। নেট বল কোর্ট কতৃপক্ষের রয়েছে নিজস্ব প্রচুর কার পাকিং রয়েছে। তাছাড়াও আশে পাশেও ব্যাপক কার পার্কিং এর সুবিধা রয়েছে। মিন্টো ট্রেন ষ্টেশনের পাশে এবং কার পাকিং এর ব্যাপক সুবিধার জন্যই এ বৎসর ওপেন মাঠে জামাতের ব্যবস্থা করা হয়েছে। Coronation Park Netball Court ঈদ জামাত শুরু হবে সকাল ৭.৩০ মিনিটে। জামাতের ইমামতি করবেন হাফেজ মাওলানা আবদুল হাদি তানভীর। মুসল্লীদের বসার সুবিধার জন্য নিজস্ব নামাজের ম্যাট ও চেয়ার (যার প্রয়োজন) সংগে আনার অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি ড. আনিছুল আফছার ও সাধারন সম্পাদক সাদিকুর রহমান খান মুন। পাশাপাশি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সকলকে।
No comments