|
এএমডব্লিউসি মাদ্রাসার সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ |
নিজস্ব
প্রতিবেদক ।। আজ ২১ আগষ্ট রবিবার AMWC মাদ্রাসার ছাত্র-ছাত্রীর অভিভাবক ও শিক্ষকদের
মত বিনিময় (Parents Teachers Interview)
অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার এর নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়। সকাল থেকেই মাদ্রাসার
ছাত্র-ছাত্রীদের সাথে অভিভাবকরাও ইন্টারভিউ সেশনে অংশগ্রহন করে। অনুষ্ঠানের প্রথমে
কোরআন থেকে তেলওয়াত করেন হাফেজিয়া ক্লাশের ছাত্র
আয়মেন হক । অনুষ্ঠান পরিচালনা করেন
মাদ্রাসার প্রিন্সিপাল গোলাম মোস্তফা। শুভেচ্ছা বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ান
মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সভাপতি ড. আনিছুল আফছার, সাধারন সম্পাদক সাদিকুর রহমান
মুন এবং AMWC ইসলামিক
সেন্টারের ইমাম ও হাফেজিয়া ক্লাশের শিক্ষক হাফেজ মাওলানা আবদুল হাদি তানভীর । মাদ্রাসার শিক্ষকদের
পরিচয়
|
শিক্ষক-শিক্ষিকাদের সাথে অভিভাবকসহ ছাত্রের ফলাফল নিয়ে আলোচনা
|
|
শিক্ষিকার সাথে অভিভাবকসহ ছাত্রীর ফলাফল নিয়ে আলোচনা
|
|
শিক্ষকের সাথে অভিভাবকসহ ছাত্রের ফলাফল নিয়ে আলোচনা
|
করিয়ে দেন নাইম মোস্তফা ও মিস এশা ইকবাল। পরে শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের অর্ধ
বার্ষিক পরীক্ষার ফলাফল নিয়ে অভিভাবকদের সাথে মত বিনিময় করেন। শিক্ষকদের মধ্যে উপস্থিত
ছিলেন হাফেজ আব্রা, নাইম মোস্তফা, গোলাম মোস্তফা, ফকরুল ইসলাম, আয়েনা রহমান, আয়েশা
আফছার, শার্লিনী, আরিশা হক, সাদ’ত, সায়ের, প্রান্ত, সারিকা ও হাফেজ মাওলানা আবদুর হাদি
তানভীর। মাদ্রাসার ইন্টারভিউ সেশনে সার্বিক সহায়তা করেন মাদ্রাসার ব্যবস্থাপকবৃন্দ
মাহমুদুল হক মামুন ও জামান এবং অস্ট্রেলিয়ান
মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সদস্যবৃন্দ। পরে অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সকালের নাস্তা
পরিবেশন করা হয়।
|
মাদ্রাসার প্রিন্সিপাল গোলাম মোস্তফা |
অষ্ট্রেলিয়ান
মুসলিম ওয়েলফেয়ার সেন্টার কর্তৃক পরিচালিত AMWC মাদ্রাসাটি
দীর্ঘদিন অত্যন্ত দক্ষতার সাথে পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি মাদ্রাসায় হাফেজিয়া বিভাগ
শুরু করেছে। প্রতি রবিবার সকালে শুধু সানডে মাদ্রাসার ক্লাশ হয়ে থাকে। হাফিজিয়া ক্লাস
সপ্তাহে তিন এবং শনি ও রবিবার হয়ে থাকে। অভিজ্ঞ ও যোগ্য শিক্ষকবৃন্দ দ্বারা পরিচালিত
হয় মাদ্রাসাটি, ফলে সিডনীর বিভিন্ন দূর-দূরান্ত থেকে ছাত্ররা এসে ইসলামিক শিক্ষা গ্রহন
করছে।
|
অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সভাপতি ড. আনিছুল আফছার |
বক্তব্য রাখছেন বামে সাধারন সম্পাদক সাদিকুর রহমান মুন ডানে কোরআন তেলওয়াত করছেন ছাত্র আইমেন
বক্তব্য রাখছেন ইমাম আবদুল হাদী তানভীর
|
বিজ্ঞাপন |
No comments