এএমডব্লিউসি মাদ্রাসার ওপেনিং সেশন ও মতবিনিময় সভা অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন হয়েছে
এএমডব্লিউসি মাদ্রাসার প্রিন্সিপাল গোলাম মোস্তফা |
নিজস্ব প্রতিবেদক।। গত ১৯শে ফেব্রুয়ারী রবিবার অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার পরিচালিত এএমডব্লিউসি মাদ্রাসার ওপেনিং সেশন অনুষ্ঠিত হয়েছে। এএমডব্লিউসি ইসলামিক সেন্টারের নিজস্ব ভবনে এ ওপেনিং সেশন বা অভিভাবক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওপেনিং সেশন এ পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাদ্রাসার শিক্ষক নাইম মোস্তফা। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল গোলাম মোস্তফা। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সভাপতি ড. আনিছুল আফছার। মাদ্রাসার প্রিন্সিপাল গোলাম মোস্তফা মাদ্রাসার শিক্ষক ও শিক্ষিকা এবং এডমিনিষ্টরদের সাথে অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সাথে পরিচয় করিয়ে দেন। শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নাইম মোস্তফা ও মিস এশা।
এএমডব্লিউসি সভাপতি ড. আনিছুর আফছার |
প্রিন্সিপাল মাদ্রাসার বিভিন্ন নিয়ম-কানুন, সময় সূচীসহ বিস্তারিত ব্যাখ্যা করেন। ওপেনিং সেশনে মাদ্রাসার ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ
ইসলামিক সেন্টারের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এএমডব্লিউসি মাদ্রাসার দু’টি শাখা রয়েছে। প্রতি রবিবার সকাল ৯ টা থেকে ১১.১৫মিনিট পর্যন্ত সানডে মাদ্রাসায় কোরআন ও হাদীস শিক্ষা এবং মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার হাফেজিয়া মাদ্রাসায় কোরআন মুখস্তে ব্যবস্থা করা হয়েছে। উভয় মাদ্রাসায় অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা দ্বারা পরিচালিত হয়ে থাকে।
No comments