Header Ads


  • ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের উদ্যোগে আজ ১৫ এপ্রিল শনিবার ক্যাম্বেলটাউনে রমজান নাইট অনুষ্ঠিত হবে

     



    আতিকুর রহমান।। সিডনীর সাউথ ওয়েষ্ট এলাকা ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের উদ্যোগে প্রথমবারের মুসলিমানদের পবিত্র রমজান উপলক্ষে আয়োজন করেছে “Ramadan On Q” বা রমজান নাইট। আজ ১৫ এপ্রিল রোজ শনিবার ক্যাম্বেলটাউনস্থ Lithgow Street এ অনুষ্ঠিত হবে। ল্যাকেম্বায় প্রতি বৎসর পবিত্র রমজান উপলক্ষে বিকাল হতে রাত্র পর্যন্ত রমজান নাইট মুসলিম কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটিতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ল্যাকেম্বা পাশাপাশি ক্যাম্বেলটাউন এলাকায় রমজান নাইটের আয়োজনকে সিটি কাউন্সিলের বর্তমান সময়ের একটি সময়োপযোগী সিদ্ধান্ত বলে মুসলিম কমিউনিটি মনে করে। 



    ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলে বাংলাদেশী বংশোদ্ভত পূর্বের কাউন্সিলর মাসুদ চৌধুরীর সাথে ইব্রাহিম খলিল মাসুদ নতুন কাউন্সিলর হয়েছেন। মাসুদ চৌধুরী লেবার পার্টি এবং ইব্রাহিম খলিল মাসুদ কমিউনিটি ভয়েস ক্যাম্বেলটাউন থেকে স্বতন্ত্র ভাবে নির্বাচিত হয়েছেন। আজ শনিবার রমজান নাইট শুরু হবে বিকাল ৪.৩০ মিনিটে এবং শেষ হবে রাত্র ১১.৩০ মিনিট। রমজান নাইটে বাংলাদেশী খাবার সহ অন্যান্য কমিউনিটির হালাল সুস্বাদু খাবারের আয়োজন করা হয়েছে। মুসল্লিদের পৃথক ভাবে নামাজের সুব্যবস্থাও রাখা হয়েছে।


    মুসলিম উম্মার সবচেয়ে বড় উৎসব হচ্ছে ঈদ। পবিত্র ঈদুল ফিতরের পরে অন্যান্য কমিউনিটির সাথে মুসলিম উম্মার ঈদের আমেজ বা আনন্দ উপভোগ করার জন্য ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল আয়োজন করেছে ঈদ উৎসব। আগামী ৩০ এপ্রিল ক্যাম্বেলটাউনস্থ মিন্টো করনেশন পার্কে অনুষ্ঠিত হবে এ ঈদ উৎসব।

    সিটি কাউন্সিলের কাউন্সিলরবৃন্দ। পিছনে মেয়র জর্জ গ্রিসেস, সামনের সারি বা  থেকে তৃতীয় ইব্রাহিম খলিল মাসুদ ও সামনে সারির ডান থেকে দ্বিতীয় মাসুদ চৌধুরী। 
     
    সকাল ১১ মিনিট হতে রাত্র ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এ উৎসব। উৎসবে হালাল খাবারের দোকান, বহুজাতিক সাংস্কৃতিক অনুষ্ঠানসহ শিশুদের বিভিন্ন ধরনের রাইড থাকবে।


    রমজান নাইট এবং ঈদ উৎসবের মাধ্যমে মুসলিম কমিউনিটির সৌন্দর্য অন্যান্য কমিউনিটির সাথে গড়ে উঠবে সুসর্ম্পক নি:সন্দেহে। ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র জর্জ প্রিসেস এবং ইব্রাহিম খলিল মাসুদ ও কাউন্সিলর মাসুদ চৌধুরী সকল বাংলাদেশীদের এ দু’টি উৎসবে সপরিবারে অংশগ্রহন করার আমন্ত্রন জানিয়েছেন। এ ব্যাপারে আরও তথ্য পেতে ভিজিট করতে পারেন www.campbelltown.nsw.gov.au.

    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728