চিরদিনের জন্য চলে গেলেন মিন্টো নিবাসী রওশান আরা মোতালেব
আতিকুর রহমান ।। শোকের সাগরে ভাসিয়ে চিরদিনের জন্য চলে গেলেন সিডনীর মিন্টো নিবাসী কৃষিবিদ ড. আবদুল মোতালেব ভূইয়ার স্ত্রী জনাবা রওশান আরা মোতালেব। আজ ২ মে মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় সিডনীর Braeside Palliative Care, Prairiewood এ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সংবাদে বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে স্বামী, এক কন্যা ও এক পুত্র সহ অসংখ্য আত্নীয়-স্বজন রেখে গেছেন। জনাবা রওশান আরা সিডনীর মিন্টোতে দীর্ঘদিন বসবাস করতেন। জনাবা রওশান আরার নামাজে জানাজা আগামীকাল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যায়। প্রভাত পরিবার জনাবা রওশান আরার মৃত্যুতে গভীর শোক ও দোয়া কামনা করেছে এবং শোকসপ্ত পরিবার যেন এ শোক অচিরেই কাটিয়ে উঠতে পারে তার জন্য সকলের দোয়া কামনা করেছেন।
No comments