Header Ads


  • ২০ মে শনিবার এএমডব্লিউসি লোকাল ও ফেডারেল এমপিদের সংবর্ধনা দেয়া হবে

     


    আতিকুর রহমান।। অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে আগামী ২০ শে মে শনিবার সাউথ ওয়েষ্ট এলাকস্থ ষ্টেট এবং ফেডারেল সরকারের সাধারন নির্বাচনে বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় অনুষ্ঠান শুরু হবে। ফেডারেল বা কেন্দ্রীয় সরকারের নির্বাচনে লেবার প্রার্থী Macarthur আসন থেকে Dr Mike Freelander এবং Werriwa আসন থেকে লেবার প্রার্থী Anne Stanley বিজয়ী হন। ষ্টেট বা রাজ্য সরকারের নির্বাচনে Macqurarie Fields আসন থেকে লেবার প্রার্থী Anoulack Chanthivong  এবং Campbelltown আসন থেকে লেবার প্রার্থী Greg Warren বিজয়ী হন। সম্প্রতি নিউ সাউথ ওয়েলস রাজ্যে নির্বাচনে লেবার পার্টি জয়লাভ করে সরকার গঠন করে। প্রিমিয়ার ক্রিস মিনস সরকারের মন্ত্রী সভায় ম্যাকুয়ারী ফিল্ডস থেকে নির্বাচিত এমপি Anoulack Chanthivong কে অর্ন্তভূক্ত করা হয়। Anoulack Chanthivong কে Minister for Better Regulation and Fair Trading, Minister for Industry and Trade, Minister for Innovation, Science and Technology, Minister for Building, and Minister for Corrections দায়িত্ব প্রদান করা হয়। অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার বিগত দিনে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলে বিজয়ী কাউন্সিলরদেরও সংর্বধনা প্রদান করেছিলেন।



     

     


    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728