সিডনীতে দু’দিন ঈদুল আজহার জামাত। অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার ২৯ শে জুন জামাতের আয়োজন করা হয়েছে।
আতিকুর রহমান ।। পবিত্র ঈদুল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ত্যাগের মহিমায় উদ্ভাসিত পরম আনন্দের একটি দিন। সারা বিশ্বের মুসলমান ঈদুল আজহায় মহান আল্লাহর সন্তুষ্টি ও করুণা লাভে গৃহপালিত পশু কোরবানি দিয়ে থাকেন। মহান আল্লাহর কাছে হজরত ইবরাহিম আ:-এর পূর্ণ আত্মসমর্পণ ও হজরত ইসমাইল আ:-এর সুমহান ত্যাগের স্মৃতিবিজড়িত পবিত্র ঈদুল আজহা। কোরবানির মহিমা আমাদের অন্তর্লোকের সঙ্কীর্ণতা ধুয়ে দেয়। ইসলামের এ মহান চেতনা ধারণ করে ত্যাগ, ধৈর্য ও তিতিক্ষার ভেতর দিয়ে পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার শিক্ষায় আমরা ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনকে গৌরবান্বিত করে তুলতে পারি।
মহান আল্লাহ পবিত্র কোরআনে নির্দেশ দিচ্ছেন,‘অতএব আপনি আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন’ (সুরা কাউসার, আয়াত ২)। আত্মত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে যারা আল্লাহর নামে কোরবানি করে তাদের জন্য সীমাহীন সওয়াবের প্রতিশ্রুতি দিয়েছেন রাসুলুল্লাহ (সা.)। ঈদ মানুষে মানুষে ভেদাভেদ ভোলার জন্য, মানুষের মধ্যে প্রীতির বন্ধন সৃষ্টি হওয়ার জন্য পরম মিলনের বাণী নিয়ে আসে। ঈদুল আজহার যে কোরবানি দেয়া হয় তার মাধ্যমে মানুষের মনের পরীক্ষা হয়, কোরবানির রক্ত-গোশত কখনো আল্লাহর কাছে পৌঁছায় না। শুধু দেখা হয় মানুষের হৃদয়। ঈদের মধ্যে আছে সাম্যের বাণী, সহানুভ‚তিশীল হৃদয়ের পরিচয়। পরোপকার ও ত্যাগের মহান আদর্শে অনুপ্রাণিত হয় মানুষের মন।
ফাইল ফটো |
সিডনীতে এবার ২৮ শে জুন বুধবার এবং ২৯ শে জুন বৃহষ্পতিবার পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। ২৮ শে জুন ল্যাকেম্বাসহ কয়েকটি এলাকায় মসজিদ ও মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে সিডনীর সাউথ ওয়েষ্ট এলাকার অন্যতম বৃহত্তম সংগঠন অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার আগামী ২৯ শে জুন বৃহষ্পতিবার পবিত্র ঈদুল ফিতরের জামাতের ঘোষনা করা হয়েছে। সংগঠনটি প্রতি বৎসরের ন্যায় এবারও চাঁদ দেখার উপর ভিত্তিতে জামাতের তারিখ নির্ধারিত করেছে। সেই অনুযায়ী আগামী ৩রা মে ঈদের জামাত হবে। বৃহত্তর ক্যাম্বেলটাউন এলাকায় বাংলাদেশী তথা মুসল্লীদের সংখ্যা বেশী হওয়াতে এবারই সংগঠনটি খোলা ময়দানে জামাতের ব্যবস্থা করা হয়েছে। যা বাংলাদেশের ঈদগাহ ময়দানে দেখা যায়।
সিডনীর মিন্টোস্থ ভিক্টোরিয়া পার্কে (93 Minto Rd, Minto) এ জামাত অনুষ্ঠিত হবে। Victoria Park টি PCYC পিছনের খোলা মাঠে ঈদের জামাতটি অনুষ্ঠিত হবে। মাঠের গেট খোলা হবে সকাল ৮টায় আর তাকবীর শুরু হবে সকাল ৮.৩০ মিনিটে। জামাতের নামাজ শুরু হবে ঠিক সকাল ৯.০০টায়। সুতরাং যথাসময়ে জামাতে অংশগ্রহন করতে হবে। পার্কটির রয়েছে নিজস্ব প্রচুর কার পাকিং রয়েছে। তাছাড়াও আশে পাশেও ব্যাপক কার পার্কিং এর সুবিধা রয়েছে। মিন্টো ট্রেন ষ্টেশনের নিকটে এবং কার পাকিং এর ব্যাপক সুবিধার জন্যই এ বৎসর ওপেন মাঠে জামাতের ব্যবস্থা করা হয়েছে। জামাতের ইমামতি করবেন হাফেজ মাওলানা আবদুল হাদি তানভীর। মুসল্লীদের বসার সুবিধার জন্য নিজস্ব নামাজের ম্যাট ও চেয়ার (যার প্রয়োজন) সংগে আনার অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি ড. আনিছুল আফছার ও সাধারন সম্পাদক সাদিকুর খান মুন। পাশাপাশি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সকলকে।
বিজ্ঞাপন |
ঈদ মানুষের জীবনে আসে পরম আনন্দ নিয়ে। আর পেছনে থাকে তার তাৎপর্য। ঈদের বৈশিষ্ট্য থেকে এ তাৎপর্য ঈদ উৎসব পালনের মধ্যে উপলব্ধি করতে হবে।
ঈদের সীমাহীন আনন্দ উপভোগের সাথে সাথে আল্লাহ তায়ালার উদ্দেশে নিজেকে নিবেদিত করা আর মানুষে মানুষে ভেদাভেদ ভুলে গিয়ে ত্যাগের, ভ্রাতৃত্বের, সম্প্রীতির ও সহমর্মিতার মহান আদর্শ অনুধাবন করতে হবে। তাহলে ঈদ উৎসব পালনের সার্থকতা প্রমাণিত হবে।
No comments