সিডনীতে ভিন্ন ভিন্ন তারিখে রমজান শুরু হচ্ছে। আজ ১ মার্চ শনিবার ও আগামীকাল ২রা মার্চ রবিবার পবিত্র রমজান শুরু হচ্ছে।
আতিকুর
রহমান: রমজান শব্দটি এসেছে রমজ শব্দ থেকে, রমজ শব্দের র্অথ হলো জ্বালিয়ে দেয়া বা দগ্ধ করা। এই রমজান মাসের রোজা মানুষের মনের কলুষ-কালিমা পুড়য়ে নষ্ট করে দিয়ে মনকে নির্মল ও পবিত্র করে তোলে। ভোররাত থেকে সন্ধ্যা র্পযন্ত পানাহার থেকে বিরত থাকা ও সংযম পালন ইসলামে রোজা বা সিয়াম নামে উল্লেখিত। পবিত্র কোরআনের বিভিন্ন রমজানের নির্দেশনা ও ফজিলত সর্ম্পকে স্পষ্ট নির্দেশনা রয়েছে। রাসুল (সা.) এর জীবনভত্তিকি বিভিন্ন হাদিসেও এর ফজিলত ও করণীয় সর্ম্পকে দিক নির্দেশেনা দেয়া আছে।
প্রাত্যহিক জীবনে নিয়ম-শৃংখলা, কষ্ট সহিঞ্চুতা, পরোপকার, সৎ চিন্তা ও সরল জীবন যাপনের মাধ্যমে আদর্শ মানুষ হবার শিক্ষা অর্জনের সুযোগ হতে পারে এই মাস। এছাড়া অহতেুক খাওয়া-দাওয়া ও বিলাসতা এড়য়িে প্রতিবেশীসহ নাগরকি জীবনে আশেপাশে থাকা গরীবদের প্রতি নজর দিলে রমজান মাসের র্সাথকতা আসবে। রহমত, মাগফরোত ও নাজাত এই তিন ভাগে বিভক্ত রমজান মাসের পুরোটা সবার জন্য কল্যাণ ও রহমত বয়ে আনুক, এই আমাদরে প্রত্যাশা। আল্লাহ তায়ালা বলেছেন: ‘শাহরু রমাদ্বা-নাল্লাযী উনযলিা ফি-হিল কুরআন’। র্অথাৎ ‘রমজান ওই মাস, যে মাসে আমি পবিত্র কুরআন নাযিল করেছি। আল্লাহ তায়ালার এ বাণী দ্বারা বুঝা যায়, রমজান কেন অন্য মাসের চেয়ে মহিমান্বিত, শ্রেষ্ঠ ও গুরুত্বর্পূণ। সমস্ত আসমানী গ্রন্থের শ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন যে পবিত্র মাসে নাযিল হয়েছে, নি:সন্দেহে সে মাস অন্য মাসের চেয়ে শ্রেষ্ঠ, তাৎর্পযপূর্ণ ও বরকতময়। অন্যান্য মাসের তুলনায় এ মাসের ইবাদাতের সওয়াব অনেক বেশী।
ক্যাম্বেলটাউন এলাকার বাংলাদেশীদের
অন্যতম বৃহৎ সংগঠন অষ্ট্রেলিয়া মুসলিম ওয়েলফেয়ার সেন্টার ইসলামিক সেন্টার ১ মার্চ থেকে তারাবীহ্ শুরু এবং ২রা মার্চ রবিবার রমজান শুরু হবে আয়োজকরা জানিয়েছেন।
রমজান ইবাদতের মাস, অতএব আমাদের উচিৎ হবে এ পবিত্র মাসে মহান আল্লাহ ও তাঁর প্রিয় রাসুল (দ.) এর সন্তুষ্টি আদায়ের লক্ষ্যে বেশী ইবাদাত-রিয়াজত করা। অনাহারিদের মুখে খাবার তুলে দেয়া, বস্ত্রহীনের শরীর আবৃত করা, সর্বোপরি অভাবী-দুঃখী লোকদেরে সাহায্যে এগিয়ে আসা। আল্লাহ পাক আমাদের সে তাওফিক দান করুন, আমিন!
বিজ্ঞাপন:
No comments